টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু


Admin প্রকাশের সময় : ১৪/১১/২০২১, ৬:১৩ PM
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোরের মৃত্যু

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইল:

এক সপ্তাহ পার হতে না হতেই টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ফের তিন কিশোর নিহত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মাটিকাটা গ্রামের আসাদুল মিয়া (১৫), রাকিব হোসেন (১৬) ও চিতলিয়া পাড়া গ্রামের মকবুল হোসেন (১৬)। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়,দুপুরে মোটরসাইকেল যোগে তারা তিন বন্ধু উপজেলার রুহুলি উচ্চ বিদ্যালয়ের সামনে আসে। এসময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি বিদ্যালয়ের দেয়ালে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন ট্রাকচালক, একজন চালকের সহকারী এবং অন্যজন শ্রমিক। তারা তিনজনেই বন্ধু।

প্রসঙ্গত,গত ৮ নভেম্বর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন স্কুল পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়।