দুই ছাত্রীকে ধর্ষণ : ২ কিশোরের ‍নামে মামলা


Admin প্রকাশের সময় : ০৯/১১/২০২১, ১১:১৭ AM
দুই ছাত্রীকে ধর্ষণ : ২ কিশোরের ‍নামে মামলা


শিশু সংবাদ ডেস্ক:

আলমডাঙ্গার একটি মাদ্রাসার সপ্তম শ্রেণীর দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, এক ছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন।  

মামলার আসামিরা সম্পর্কে বন্ধু। তাদের বাড়ি আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামে এবং তারা স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। (অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের নাম-পরিচয় প্রকাশ করা হল না।)     

অভিযোগে বলা হয়েছে, ওই দুই কিশোরের সঙ্গে প্রায় চার মাস আগে দুই মাদ্রাসা ছাত্রীর পরিচয় হয় এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত রোববার রাত ৮টার দিকে এক কিশোর দুই ছাত্রীকে মোবাইলে ফোন করে বাসা থেকে বের হতে বলে। পরে ছেলেটি তার মোটর সাইকেলে করে মেয়ে দুটিকে ওসমানপুর-হারদী মাঠের নির্জন কানাপুকুরপাড়ে নিয়ে যায়। 

সেখানে দুই বন্ধু বিয়ের আশ্বাস দিয়ে নিজ নিজ প্রেমিকাকে ধর্ষণ করে। পরে রাত ২টার দিকে মোটর সাইকেলে করে মেয়ে দুটিকে বাড়ির এলাকায় নামিয়ে দিয়ে তারা দ্রুত চলে যায়।

পরে ঘটনাটি জানাজানি হলে এক ছাত্রীর মা ধর্ষণ মামলা করেন।  তবে আসামিদের এখনও করা যায়নি বলে জানান  ওসি। 

Source: bdnews24