অভিনয়ের পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছেন শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। তিনি স্নাতক সম্মানে ভর্তি হয়েছেন। তিনি জানান, বুধবার রাজধানীর ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগে ভর্তি হয়েছেন।
দীঘি আরও বলেন, তিনি ফিল্ম এন্ড মিডিয়া নিয়ে অনেক বেশি জানতে চান, এ কারণে সাংবাদিকতায় ভর্তি হয়েছেন দীঘি, এ বিষয়ে যত বেশি জ্ঞান অর্জন করতে পারবো ততো বেশি উন্নতি করতে পারবো। । তিনি বলেন সাংবাদিকতা আমার জন্য এডিশনাল মজার ব্যাপার। ভবিষ্যতে সাংবাদিক হতে চাইলে তখনও করতে পারবো।
দীঘি মনে করেন মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিষয়ে গ্রাজুয়েশন করতে পারা তার জন্য পরিপূর্ণ। তিনি বলেন, বাবাকে বলেছিলাম এই বিষয়ে পড়তে আগ্রহী। সে কারণে তিনি বরাবরের মতো আমার মতামতকে প্রাধান্য দিয়েছেন। আমি যেমন খুশি, বাবাও তেমন আমার খুশিতে খুশি হয়েছেন।
চলতি বছর রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩.৭৫ পেয়েছিলেন দীঘি। তার আগে ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় স্ট্যামফোর্ড স্কুল থেকে পেয়েছিলেন জিপিএ ৩.৬১।
প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
প্রায় ১৫ বছর আগে সেই দীঘি এখন ‘নায়িকা’। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ এবং ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।
পাশাপাশি ‘শেষ চিঠি’ নামে একটি ওয়েব ফিল্ম করেছেন। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ‘শ্রাবণ জোসনায়’ শিরোনামে আরেকটি নতুন সিনেমা।
আপনার মতামত লিখুন :