এইচএসসি পরীক্ষা: ৪৪ দিন কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত


শিক্ষা ডেস্ক প্রকাশের সময় : ০৫/০৬/২০২৪, ৪:১৮ PM
এইচএসসি পরীক্ষা: ৪৪ দিন কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত

এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪ উপলক্ষে আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত ৪৪ দিন সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৫ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে ২৯ জুন থেকে কোচিং সেন্টার বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১২-২১ আগস্টের মধ্যে।

প্রসঙ্গত,চলতি বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন ছাত্র ও ৭ লাখ ৫০৯ জন ছাত্রী। গত বছরের তুলনায় এবারে পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন।