রাজধানীর কদমতলী থানাধীন পূর্ব জুরাইন আশরাফ মাস্টার স্কুলের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোছা. মারিয়া আক্তার (৭) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। পূর্ব জুরাইনের মো. জুলফিকারের মেয়ে মারিয়া। বুধবার (২৪ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ফাইজা (৭) নামের আরেক মাদরাসা শিক্ষার্থী আহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেছেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুল হক জানান, জুরাইন আশরাফ আলী মাস্টার স্কুলের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল দুই শিশু শিক্ষার্থী। সে সময়ে একটি দ্রুতগামী অটোরিকশা তাদেরকে ধাক্কা দেয়। এতে দুজনেই আহত হয়। পরে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থলে অটোরিকশাটিকে আটক করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। অটোরিকশাচালককে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :