আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরিক্ষা।আর এ পরিক্ষায় অসাধু উপায় অবলম্বন রোধ করতে এবং নকল এড়াতে যশোরের সব ফটোকপির দোকান বন্ধ রাখতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন।
বুধবার সকালে যশোর সদর উপজেলা পরীক্ষা কমিটির সভায় এ নির্দেশনা দেয়া হয়।সভায় জানানো হয়,পরীক্ষা চলার সময় যশোর সদর উপজেলার ফটোকপির সব দোকানগুলো বন্ধ রাখতে হবে।
সভা সূত্রে জানা যায়, উপজেলা পর্যায়ের ১৩জন কেন্দ্রসচিবদের ৯ দফা নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনাগুলো হচ্ছে, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, সকল প্রকার আগ্নেয়াস্ত্র, লাঠি, চাকু বা ধারালো অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা হয়ে। যে কোন মাইক্রোফোন ও লাউড স্পিকার ব্যবহার, যে কোন প্রকার পোস্টার ব্যবহার ও সকল প্রকার সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আর পরীক্ষার কাজে নিয়োজিত কর্মকর্তা, কর্মচারী ও পরীক্ষার্থীদের চলাচলে কোন প্রকার বাধা দেয়া নিষিদ্ধ করা হয়েছে। সদর উপজেলা বাজারের ফটোকপি মেশিন ব্যবসায়ীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে থেকে পরীক্ষা চলাকালীন মেশিন ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষার সময়ে কোচিংয়ের শিক্ষককে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে পাওয়া গেলে তাৎক্ষনিক মোবাইল কোর্ট বসিয়ে তাকে সাজা দেয়া হবে।
যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন, রুপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহুরুল পারভেজ, নিউটাউন বাদশাহ ফয়সলা ইসলামি ইন্সটিটিউটের প্রধান শিক্ষক এস এম রবিউল আলম, চুড়ামন কাটি ছাতিয়ানতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান,পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খানজাহান আলী, আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামানসহ কেন্দ্র সচিবরা।
আপনার মতামত লিখুন :