এসএসসির প্রথম দিনে ৩৩ হাজার অনুপস্থিত


শিক্ষা ডেস্ক: প্রকাশের সময় : ১৫/০৯/২০২২, ৬:৫৮ PM
এসএসসির প্রথম দিনে ৩৩ হাজার অনুপস্থিত

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশের ২০ লাখ ২১ হাজার শিক্ষার্থী অংশ নেয়ার কথা আছে। কিন্তু প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করে ১৯ লাখ ৫ হাজার ২১১ জন। আর অনুপস্থিত ছিলেন ৩৩ হাজার ৮৬০ জন।

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী অনুপস্থিত । এদিন সারাদেশের ২৬ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বৃহস্পতিবার প্রথম দিনে নয়টি সাধারণ বোর্ডের অধীনে এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনের এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৫ লাখ ১৪ হাজার ১৮৮ জন, দাখিল পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৪৯ হাজার ৬০ জন শিক্ষার্থী এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৪১ হাজার ৯৬৩জন।

এদিকে প্রথম দিনে অনুপস্থিত থাকা ৩৩ হাজার শিক্ষার্থীর মধ্যে এসএসসিতে অনুপস্থিত ছিলো ১৬ হাজার ৬২৭ জন। আর মাদারাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৯৫৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৬ হাজার ২৭৫ জন।

জানা গেছে, নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৩ হাজার ৭২১ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৭১৯ জন পরীক্ষার্থী, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৮৬৬ জন, যশোর বোর্ডের ১ হাজার ৮২৯ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৬৮৩ জন, সিলেট বোর্ডের ১ হাজার ১১৯ জন, বরিশাল বোর্ডের ৯৯২ জন, দিনাজপুর বোর্ডের ১ হাজার ৬৯৬ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে বহিষ্কৃত হয়েছেন ২৬ জন। এদের মধ্যে এসএসসি পরীক্ষার বহিষ্কার হয়েছেন ৬ জন পরীক্ষার্থী। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষা বহিষ্কৃত হয়েছেন ১২ জন। আর এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ২৬ জন পরীক্ষার্থী।

এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১ জন, কুমিল্লা বোর্ডে ১ জন, চট্টগ্রাম বোর্ডে ২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপর কুমার সরকার জানিয়েছেন, সন্তোষজনকভাবে সব বোর্ডেই এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আগামী শনিবার নয়টি সাধারণ বোর্ডের এসএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিলের গণিত পরীক্ষা আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালের আত্মকর্মসংস্থান ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।