টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় সদ্য দাখিল পরিক্ষার্থী নাইম খান(১৬) ও শাকিল খান(১৬) নামে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়।
গতকাল শুক্রবার আনুমানিক রাত পৌণে ৮ টার দিকে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া আমুয়াবাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই পরিক্ষার্থী স্থানীয় মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা থেকে চলমান দাখিল পরিক্ষার্থী ছিলেন। নিহতরা হলেন সংগ্রামপুর ইউনিয়নের এগারকাহনিয়া গ্রামের ফজলু খানের ছেলে নাঈম খান ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে শাকিল খান। এ ঘটনায় একই এলাকার সুলতান মাহমুদের ছেলে রানা (১৭) গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায় ,শুক্রবার রাতে একই এলাকার তিন বন্ধু মোটরসাইকেলে করে দেওজানা থেকে ছনখোলা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকায় আজাদিয়া দাখিল মাদ্রাসার সামনে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থাকা তিনজনই গুরুতর আহত হন।
আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয় হলে রাত ১২.৪৫ টায় শাকিল মারা যান।পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাঈম রাস্তায় মারা যান। এ ঘটনায় আহত রানা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাকিল এবং নাইম এর মৃত্যুর বিষয়টি ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকতা আজহারুল ইসলাম নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :