সিরাজগঞ্জে শিল্পকলা একাডেমির আয়োজনে শিশু, কিশোর জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সিরাজগঞ্জ শহীদ এম এম. মনসুর আলী অডিটোরিয়ামে শিশু-কিশোর ও যুবকদের জন্য এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কালচারাল অফিসার মো: মাহমুদুল হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু ও নাট্যব্যক্তিত্ব ইমরান মুরাদ সহ স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।
শিশু-কিশোরদের পাশাপাশি জেলার অন্যান্য শিল্পিদের পরিবেশিত নৃত্য, গান ও কবিতায় মুখোরিত হয়ে ওঠে পুরো আয়োজন । এসময় অনুষ্ঠানে আসা শিশুদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে । শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকরাও ব্যাপক আনন্দের সাথে নান্দনিক এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
যৌথ প্রতিবেদক: সিরাজগঞ্জ থেকে সাদ বিন মাসুদ ও রাকিবুল ইসলাম তাওহীদ ।
আপনার মতামত লিখুন :