ফেসবুকের কল্যানে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী ইয়াকুব


মো: আসাদুজ্জামান নাদিম, সিরাজগঞ্জ: প্রকাশের সময় : ২০/০৯/২০২২, ৫:১৯ PM
ফেসবুকের কল্যানে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী ইয়াকুব

১৬ বছর বয়সি এই শিশুটির নাম ইয়াকুব আলী। ছোটো বেলা থেকেই নানা প্রতিবন্ধকতায় কেটেছে দীর্ঘদিন। পিতা হারা ইয়াকুব আলী একটি হুইল চেয়ার কেনাও ছিল সাধ্যের বাহিরে। তার জীবন-যাপন খানিকটা সহজ ও স্বাভাবিক করতে তাকে একটি হুইল চেয়ার প্রদান করেছে মানব সেবায় স্বপ্ন গ্রুপ নামের মানবসেবামূলক একটি ফেসবুক গ্রুপ।

ফেসবুক বন্ধুদের অর্থায়নে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে তাকে এই হুইল চেয়ার প্রদান করেন সিরাজগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার জানাব মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার )পিপিএম (বার), এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জনাব সামিউল আলম, জনাব আব্দুর রহিম ডিআইও-১ বিশেষ শাখা সিরাজগঞ্জ, জনাব মোঃ সালেক আহমেদ টি আই ট্রাফিক বিভাগ সিরাজগঞ্জ , মোঃ শামীম রেজা প্রতিষ্ঠাতা মানব সেবায় স্বপ্ন গ্রুপ ও মানব সেবায় স্বপ্ন গ্রুপের সদস্য মোঃ ইসমাইল হোসেন, আব্দুল মমিন কলি ও আলমগীর হোসেন সহ অন্যান্যরা।

হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা ইয়াকুব আলী।

এভাবেই দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদেরকে হুইল চেয়ার প্রদান করে ও তাদের পরিবার এর মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জের মানব সেবায় স্বপ্ন গ্রুপ নামের মানবসেবামূলক একটি ফেসবুক গ্রুপ।