সবগুলো রোজা ও নিয়মিত নামায আদায় করায় শিশুদের পুরস্কৃত করলেন চেয়ারম্যান আল-আমিন সরকার


Admin প্রকাশের সময় : ১৫/০৫/২০২১, ৩:১২ PM
সবগুলো রোজা ও নিয়মিত নামায আদায় করায় শিশুদের পুরস্কৃত করলেন চেয়ারম্যান আল-আমিন সরকার

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে পবিত্র রমজান মাসে সবগুলো রোজা ও পাঁচ ওয়াক্ত নামায নিয়মিত আদায় করায় ২০জন শিশুকে পুরস্কৃত করেছেন পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল আমিন সরকার। ঈদের পরদিন শনিবার (১৫ মে) পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কানাগাতি জামে মসজিদ প্রঙ্গনে এই শিশুদের পুরস্কৃত করা হয়। 

এসময় প্রত্যেক শিশুকে প্রাইজমানি হিসেবে দুই হাজার করে টাকা উপহার দেন পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল-আমিন সরকার।

এসময় সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আল আমিন সরকার, বিশিষ্ঠ সমাজসেবক প্রকৌশলী রিয়েল ও অত্র এলাকার গণ্যমান্য বাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল-আমিন সরকার বলেন, শিশুদের মাঝে ছোট থেকে ধর্মীয় অনুশাসন মেনে চলার প্রতি উৎসাহিত করতে তাদের পুরস্কৃত করা হয়েছে। এতে ২০জন শিশু পবিত্র রমজান মাসে সবগুলো রোজা ও পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করায় তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। 

শিশুদের ধর্মীয় অনুশাসনের প্রতি উদ্বুদ্ধ করায় চেয়ারম্যান মো. আল-আমিন সরকারের এমন উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন স্থানীয়রা।