জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) টাঙ্গাইল জেলার পক্ষ থেকে মাদকাসক্তি প্রতিরোধে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন এনসিটিএফ টাঙ্গাইল জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়,সারা দেশে কিরোশ বয়সে মাদকাসক্তি ভয়াবহ আকার ধারণ করেছে। নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে উঠতি বয়সের কিশোররা। এসব মাদকাশক্তির জন্য কিশোর গ্যাং, চাদাবাজি,চুরি-ছিনতাই সহ কিশোর তরুণরা জড়িয়ে যাচ্ছে।
এনসিটিএফ টাঙ্গাইল এর পর্যবেক্ষণ অনুযায়ী বলা হয়, মাদকাশক্তির দিকে ধাবিত কিশোরদের মাধ্যমে শহরের বয়েজ স্কুলগুলো থেকে পালিয়ে গিয়ে অলিতে-গলিতে বসে মাদক সেবন সহ ইভটিজিং এর মতো অপরাধ সংগঠিত হচ্ছে। এতে করে স্কুল পড়ুয়া কিশোর মেয়েদের স্কুলে যেতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অপরদিকে কিশোর গ্যাং এর সদস্যদের স্কুল ব্যাগে ধারালো অস্ত্র থাকে বলেও জানায় তাদের সহপাঠিরা।
স্মারকলিপি প্রদানের বিষয়ে এনসিটিএফ টাঙ্গাইল জেলা কার্যনির্বাহী কমিটির সদস্যরা শিশু বার্তা কে জানান, শিশু অধিকার বাস্তবায়ন এর লক্ষ্যে আমরা ইতিমধ্যে ২০ টি চাইল্ড পার্লামেন্ট অধিবেশন করেছি যেখানে দেশের নীতিনির্ধারকদের মধ্যে মন্ত্রী পরিষদের মন্ত্রীগণও উপস্থিত ছিলেন যেখানে শিশুদের সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দিয়েছে। তারই ধারাবাহিকতায় এনসিটিএফ টাঙ্গাইল এর পক্ষ থেকে কিশোরদের মাদকাশত্তি থেকে সুরক্ষিত রাখতে আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি।
স্মারক প্রদানকালে এনসিটিএফ টাঙ্গাইল জেলার ভারপ্রাপ্ত সভাপতি হুমায়রা বিনতে হারুন,আহনাফ মোবাশশির,সাদি রহমান সা’দ,ফেরদৌস প্রান্ত,ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার নুসরাত হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :