শিক্ষার্থীদের ইউনিক আইডির তথ্য এন্ট্রির নির্দেশ


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় : ১৩/১০/২০২২, ৮:২৬ PM
শিক্ষার্থীদের ইউনিক আইডির তথ্য এন্ট্রির নির্দেশ

প্রাক প্রাথমিক শ্রেণির ১২ লাখ ২৬ হাজার ক্ষুদে শিক্ষার্থীর ইউনিক আইডির তথ্য এন্ট্রি করতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত সময় দেয়া হয়েছে শিক্ষকদের।

প্রাক প্রাথমিকের ১৫ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর তথ্য গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হয়েছিলো। কিন্তু নির্ধারিত সময়ে ৩ লাখ ৪৪ হাজার খুদে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা হয়েছে, যা মোট শিক্ষার্থীর ২২ শতাংশ। বাকি ৭৮ শতাংশ শিক্ষার্থীর তথ্য ২০ অক্টোবরের মধ্যে এন্ট্রি করতে বলেছে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্প।

গতকাল বুধবার প্রকল্প থেকে এসব তথ্য জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব বিভাগীয় উপ-পরিচালকের চিঠি পাঠানো হয়েছে।

প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) ড. সৈয়দ শামসুদ দোহা স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়ন প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের ইউনিক আইডি (ইউআইডিওয়া) দেয়ার জন্য গত ১৮ সেপ্টেম্বরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করার জন্য চিঠি পাঠানো হয়েছিলো। ২০২১ খ্রিষ্টাব্দের এপিএসসি তথ্য অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে ১৫ লাখ ৭০ হাজার ৬০৭ জন শিক্ষার্থী রয়েছে। ১২ অক্টোবর পর্যন্ত প্রায় ২২ শতাংশ বা ৩ লাখ ৪৪ হাজার ১৬৮ জন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা হয়েছে। যা প্রকল্পের মূল কাজকে বিলম্বিত করছে।

তাই সরকারি বিদ্যালয়সমূহের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীর তথ্য সঠিকভাবে আগামী ২০ অক্টোবরের মধ্যে এন্ট্রি করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় উপ-পরিচালকদের বলা হয়েছে চিঠিতে।

চিঠির অনুলিপি মাঠ পর্যায়ের সব শিক্ষা কর্মকর্তা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের দেয়া হয়েছে।