সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


Admin প্রকাশের সময় : ০৩/০৫/২০২১, ১১:৪০ PM
সিরাজগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু


বার্তা কক্ষ (সিরাজগঞ্জ):সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছায় পানিতে ডুবে সানজিদা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে ছোনগাছা ইউনিয়নের টুকরো ছোনগাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সানজিদা ওই গ্রামের সোনা উল্লাহর মেয়ে।

ছোনগাছা ইউপি সদস্য সেলিম হোসেন নিহতের চাচা আলী হাসানের বরাত দিয়ে জানান, দুপুরের দিকে বাড়ীর পাশের পুকুরে অন্যান্য শিশুদের সঙ্গে গোসল করতে নামে সানজিদা। গোসলের এক পর্যায়ে সবার অজান্তে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে শিশু সানজিদার মরদেহ ভেসে ওঠে। তাৎক্ষনিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।