টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


Admin প্রকাশের সময় : ০৩/০৫/২০২১, ১২:০০ AM
টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেখ মাজহারুল ইসলাম সোহান, শিশু বার্তা প্রতিনিধি, টাঙ্গাইল:

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  রোববার (২ মে) বিকেলে উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকী লেংরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই এলাকার সেলিম রানার মেয়ে সাফা মনি (৬) এবং জামাল উদ্দিনের ছেলে হোসাইন (৫)।
স্থানীয় সূত্রে জানান যায়,সাফা এবং হোসাইন সম্পর্কে দুই চাচাতো ভাই-বোন বিকেলের দিকে এলাকার একটি পুকুরে গোসল করতে নামে। গোসল করার একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গরুকে গোসল করাতে গেলে প্রথমে তিনি হোসাইনকে ভেসে থাকতে দেখেন। পরে তার লাশ উদ্ধার করা হয়। এদিকে সাফা মনিকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে স্থানীয়রা ওই পুকুরে নেমে সাফা মনিরের লাশ উদ্ধার করে। 
বিষয়টি নিশ্চিত করে ৬নং মির্জাবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য তোতা মিয়া জানান, নিহত দুই শিশুর লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।