ফিলিপাইনের ভিনিস বিশ্বের ৮০০ কোটিতম শিশু


ডেস্ক রিপোর্ট প্রকাশের সময় : ১৭/১১/২০২২, ১১:২৮ AM
ফিলিপাইনের ভিনিস বিশ্বের ৮০০ কোটিতম শিশু

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় গত মঙ্গলবার একটি কন্যাশিশুর জন্ম হয়।ভিনিস মাবানসাগ নামের সেই শিশুটি বিশ্বের ৮০০ কোটিতম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী বৈশ্বিক জনসংখ্যা প্রতি শত কোটিতে পৌঁছালে এ রকম একজনকে স্বীকৃতি দেয়া হয়।

যুক্তরাজ্যের পত্রিকা মেট্রো জানায়, ফিলিপাইনের জনসংখ্যাবিষয়ক কমিশনের কর্মকর্তারা ভিনিস নামের শিশুটিকে ম্যানিলার ড. জোসে ফাবেলা মেমোরিয়াল হাসপাতালে গিয়ে অভিনন্দন জানিয়েছেন। এমন শিশুদের নিয়ে সাধারণ মানুষের বিস্তর আগ্রহ ও কৌতূহল থাকে।ইতিমধ্যে ভিনিসের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্বভাবতই প্রশ্ন জাগে, ৭০০ কোটিতম শিশুটি কে? আর ৬০০ কোটিতম মানুষটিই বা কে? বিবিসি জানায়, ৭০০ কোটিতম মানুষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যে কয়েকজনকে স্বীকৃতি দেয়া হয়, তাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক। তার নাম সাদিয়া সুলতানা ঐশী। বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। তার বয়স এখন ১১ বছর। ২০১১ সালের ১১ নভেম্বর জন্মগ্রহণকারী ঐশীকে জাতিসংঘ ওই স্বীকৃতি দেয়।

আর ৬০০ কোটিতম মানুষটির নাম আদনান মেভিচ। ১৯৯৯ সালের ১২ অক্টোবর আদনান বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোয় জন্ম নেন। জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনান তার নামকরণ করেন।

জাতিসংঘের জনসংখ্যা তহবিল বলছে, বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি ছাড়িয়ে গেছে। গত মঙ্গলবার ৮০০ কোটিতম শিশুটির জন্ম হয়েছে। সর্বশেষ শত কোটি জনসংখ্যা বৃদ্ধিতে মাত্র ১১ বছর লেগেছে।

তবে জনসংখ্যা বৃদ্ধির এই হার আগের চেয়ে কমেছে। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিভিন্ন দেশের সরকার জনসংখ্যার দ্রুত বৃদ্ধি রুখতে বিভিন্ন উদ্যোগ নেয়। জাতিসংঘের অনুমিত হিসাবে, বৈশ্বিক জনসংখ্যা আরও ১০০ কোটি বাড়তে ১৫ বছর সময় লাগবে। আর এক হাজার কোটিতে পৌঁছাতে ২০৮০ সাল পর্যন্ত লেগে যাবে।