শিশু বার্তা প্রতিনিধি সিরাজগঞ্জ:
করোনা ভাইরাস মোকাবেলায় চলমান লকডাইউনের প্রথম দিনেই সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামে নবম শ্রেণীর ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন করা হয়। এ খবর পেয়ে সোমবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিবাহ বন্ধ করেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। মঙ্গলবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেলকুচি উপজেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে এ বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয়। তখন কনের বাড়ীতে কনে সমেশপুর গ্রামের নবম শ্রেণীর ছাত্রী (১৫) এর সাথে সিরাজগঞ্জ সদরের কাশিহাটা গ্রামের সিএনজি চালক (২০) এর বিয়ের আয়োজন চলছিল। তখন সমেশপুর গ্রামের কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন।
এ বিষয়ে বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান জানান, কনে স্থানীয় বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী। বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক। এজন্য ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের মাতা ও বরের ভাই উভয়কে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
এ সময় আরও উপস্থিত এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হাসান শেখ, পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :