শিশু বার্তা ডেস্ক: বাগেরহাটের মোল্লাহাটে বাবার আছাড়ে আড়াই বছর বয়সী মেয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের দৈবকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে শিশুটির বাবা পলাতক।
শিশুটির নাম রাইসা আক্তার। তার বাবার নাম হুমায়ুন সরদার। বাড়ি দৈবকান্দী গ্রামে।
স্থানীয় লোকজন বলেন, হুমায়ুন সরদারের দুই মেয়ে। রাইসা ছাড়াও স্নিগ্ধা আক্তার নামে তাঁর পাঁচ বছর বয়সী আরেকটি মেয়ে আছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, পারিবারিক বিরোধের জেরে গতকাল রাত সাড়ে সাতটার দিকে হুমায়ুন সরদার তাঁর আড়াই বছর বয়সী মেয়ে রাইসাকে আছাড় দেন। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। হুমায়ুন সরদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
[সূত্র: প্রথম আলো]
আপনার মতামত লিখুন :