আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর)বিকেলে মধুপুর শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও টিআইবির সচেতন নাগরিক কমিটি যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় মধুপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যারয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় টিআইবি মধুপুরের সমন্বয়ক জিনিয়া গ্লোরিয়া ম্রং, সচেতন নাগরিক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, দুপ্রকের মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুস সাদাৎ নোমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরষ্কৃত করা হবে।
আপনার মতামত লিখুন :