শিশু বার্তা দপ্তর (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রাকচাপায় আশিক (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সদর উপজেলার সয়দাবাদ শিল্পপার্ক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক পূর্ব মোহনপুর গ্রামের আব্দুল মান্নাফের ছেলে ও পূর্ব মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সয়দাবাদ পুনর্বাসন বাজার থেকে বাইসাইকেলে যোগে বাড়ি ফিরছিল আশিক। শিল্পপার্কের সামনে মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় সে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :