টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুল পড়ুয়া দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার রাত আনুমানিক ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘাটাইল পৌরসভা এলাকার চান্দশী গ্রামের আব্দুস ছামাদের ছেলে সাবিক হাসান (১৮) ও ঘাটাইল উত্তরপাড়ার মুক্তার আলীর ছেলে সুমন মিয়া (১৮)।মোটরসাইকেলে থাকা সিয়াম (১৮) নামে আরও এক স্কুল ছাত্র মারাত্তক আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বন্ধু মোটরসাইকলে নিয়ে বেড়াতে যায়। বেড়ানো শেষ করে ঘাটাইল আসার পথে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের বানিয়াপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ট্রাকের সাথে মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন মোটর সাইকেল আরোহীর মধ্যে সাকিব হাসান ও সুমন মিয়া মারা যান।
সিয়ামকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল মেডিকল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরা সবাই ঘাটাইল সরকারি গণ উচ বিদ্যালয়র ১০ম শ্রেণির ছাত্র। দুই স্কুল ছাত্রের অকাল মত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শত শত লোকজন ঘাটাইল হাসপাতালে ভির জমায়। নিহত দুই স্কুল ছাত্র পিতা-মাতার একমাত্র সন্তান বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।
আপনার মতামত লিখুন :