পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় রাখাইন সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে এসব বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি চেক বিতরণ করা হয়। সোমবার(১৩ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রাখাইন সম্প্রদায়ের ২১ শিক্ষার্থীর হাতে সাইকেল ও চেক তুলে দেন পটুয়াখালী জেলা প্রশাসক মো.শরিফুল ইসলাম।পরে ঘূর্ণিঝড় সিত্রাং ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৭টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সালেক মুহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান, উপজেলা প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ।
এসময় জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছেলে মেয়েদেরকে শিক্ষায় অগ্রসর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। দেশের সকল মানুষকে সমান হারে শিক্ষা সহ সকল মৌলিক অধিকার নিশ্চিতের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। এতে করে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে।
আপনার মতামত লিখুন :