শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ:
সেচ্ছাসেবী ছাত্রছাত্রীদের সংগঠন ভলান্টিয়ার স্টুডেন্ট পার্লামেন্ট (ভিএসপি) এর ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের জুয়েল’স অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ক্যাম্পাসে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভলান্টিয়ার স্টুডেন্ট পার্লামেন্ট এর প্রতিষ্ঠাতা মুহাম্মাদ বিন এমরান, সদস্য জুলফিকার রহমান জনি, হাসান ফেরদৌস এমিল, এলিজা পারভিন আলো, সাদ উদ্দিন সিয়াম, আবিদ হাসান, শিশু বিষয়ক বাংলা সংবাদমাধ্যম শিশু বার্তা পত্রিকার সম্পাদক দ্বীন মোহাম্মাদ সাব্বির সহ এ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মুহাম্মাদ বিন এমরান বলেন, ভিএসপির উদ্দেশ্য স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে সেচ্ছাসেবী মানসিকতা গড়ে তোলা। মানুষ হয়ে বিনা লাভের আশায় মানুষের জন্য কাজ করা যায় সেই বিষয়টিই প্রস্ফুটিত করতে আমরা কাজ করি।
আলোচনা সভা শেষে কেক কর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, সংগঠনটি ২০০৯ সাল থেকে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়েছে। এবং সংগঠনটির সেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিসর ক্রমেই বিস্তৃতি লাভ করছে।
আপনার মতামত লিখুন :