সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ক এডভোকেসী সভা


সাতক্ষীরা সংবাদদাতা: প্রকাশের সময় : ২৭/০২/২০২৩, ৮:২৯ PM
সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের অধিকার ও সুরক্ষা বিষয়ক এডভোকেসী সভা

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন কন্যা শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের আয়োজনে শহরের অদূরে তালতলাস্থ সোনাগাঁও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

সম্প্রীতি এইড ফাউন্ডেশন সভাপতি সভারঞ্জন শিকদারের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাংবাদিক আসাদুজ্জামান প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজে অবহেলিত এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। কন্যা শিশুরা আরো অধিক বেশি বঞ্চনার শিকার। প্রতিবন্ধীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য সমাজের সকলকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে। তাদের জন্য সুযোগ তৈরী করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি আরো বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন কন্যাশিশুদের শিক্ষার অধিকার ও সুরক্ষা বিশেষভাবে যৌন নিপিড়ন হতে সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে সুশীল সমাজ ও সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন এবং তাদেরকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।