নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় ২০২০ উপলক্ষে আয়োজিত সান একাডেমিক স্কুলের চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় শীর্ষ দু’টি পুরস্কারের গৌরব অর্জন করেছে আপন দুই ভাই। নিজেদের সৃজনশীলতা ও চিত্রাঙ্কনের নিপুন দক্ষতাকে কাজে লাগিয়ে সেরাদের তালিকায় প্রথম স্থানে সৈয়দ লাবিব রহমান ও তৃতীয় স্থানে সৈয়দ মুবিন রহমান মাহি।
মহান বিজয় উপলক্ষে টাংগাইলের সখিপুর উপজেলার নলুয়াবাজারের সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সান একাডেমিক স্কুল আয়োজন করেছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে সৈয়দ লাবিব রহমান ও তৃতীয় স্থান অর্জন করেছে সৈয়দ মুবিন রহমান মাহি। প্রথম স্থান অর্জনকারী সৈয়দ লাবিব রহমান শিশু শ্রেণী ও তৃতীয় স্থান অর্জনকারী সৈয়দ মুবিন রহমান মাহি পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী। তাদের হাতে এ পুরস্কার তুলে দেন সান একাডেমিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: হুমায়ুন কবির।
সৈয়দ মুবিন রহমান মাহি ও সৈয়দ লাবিব রহমানের এ অর্জনে আনন্দে উচ্ছাসিত তাদের পরিবার, আত্নীয়সজন ও শুভাকাঙ্ক্ষীরা।
লাবিব ও মাহিকে শুভেচ্ছা জানিয়েছেন শিশু বার্তা সম্পাদনা পরিষদ, শিশু বার্তা পাঠক ফোরাম, সেভ দ্য বাংলা ও শিশুর আলো ফাউন্ডেশন ।
আপনার মতামত লিখুন :