রাজবাড়ীর পাংশায় দাদার সঙ্গে চা পান করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ্ শেখ নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৯ মার্চ) সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বউ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ্ বাবুপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেলিম শেখের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ফিরোজ মিয়া জানান, সকাল সাড়ে ৭ টার দিকে আব্দুল্লাহ্ তার দাদা জুনাব শেখের সঙ্গে স্থানীয় বউ বাজারে আরশাদুলের দোকানে চা পান করতে যায়। ওই দোকানে বিদ্যুতের মাধ্যমে জগে করে চা এর পানি গরম করা হয়। জগটি রাখা ছিল স্টিলের একটি ট্রে’র উপর। আব্দুল্লাহ্ হঠাৎ করে ওই ট্রে’টি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রে ধরে দাড়িয়ে থাকে। প্রথমে কেউ বিষয়টি বুঝতে পারেনা। কিছুক্ষণ পর যখন সে পড়ে যাবার উপক্রম হয় তখন দোকানের মালিক বিষয়টি বুঝতে পেরে জগের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তাৎক্ষণিকভাবে আব্দুল্লাহ্কে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বাবুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইমান আলী সরদার জানান, শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :