২ পেরিয়ে সাফল্যের ৩য় বর্ষে শিশু বার্তা


Admin প্রকাশের সময় : ১৭/১২/২০২০, ১১:৩৬ PM
২ পেরিয়ে সাফল্যের ৩য় বর্ষে শিশু বার্তা

নিজস্ব প্রতিবেদক:

ব্যপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে আনন্দমুখর পরিবেশে পালিত হলো দেশের জনপ্রিয় শিশুতোষ অনলাইন ভিত্তিক বাংলা সংবাদ মাধ্যম ও শিশুতোষ ম্যাগাজিন  শিশু বার্তার ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত শিশুতোষ পত্রিকাটির  সাফল্যের ২য় বছর পেরিয়ে ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে শিশু বার্তা উৎসব অনুষ্ঠিত হয়েছে পত্রিকাটির সম্পাদকের নিজ জেলা সিরাজগঞ্জে  বুধবার (১৬ ডিসেম্বর) বুধবার কলম সৈনিক মিডিয়া সেন্টারে প্রতিষ্ঠা বার্ষিকীর শিশু বার্তা উৎসব অনুষ্ঠিত হয়

শিশু বার্তার সম্পাদক দ্বীন মোহাম্মাদ সাব্বিরের সভাপতিত্তে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম ওয়েবিনারে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য  অধ্যাপক ডা. মোঃ হাবিবে মিল্লাত মুন্না বিশেষ অতিথির আসন আলংকিত করেছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পারিষদ সিরাজগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পারিষদ  কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলার সভাপতি ও দৈনিক দোলন চাপা পত্রিকার সম্পাদক ফজল-এ-খোদা লিটন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও সিনিওর সাংবাদিক হেলাল আহমেদ  জাতীয় দৈনিক আজকের জনবানী ও দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক মে. আব্দুল হামিদ শিশু বার্তার উপদেষ্টা ও দৈনিক কলম সৈনিক পত্রিকার বার্তা সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু বিশিষ্ঠ ক্রিড়া সংগঠক জিয়াউর রহমান (জিয়া মুন্সি) শিশু বার্তার নির্বাহী সম্পাদক ও ব¯্রশিল্প ভিত্তিক ম্যাগাজিন ’বসন’ এর সম্পাদক দীপংকর ভদ্র দীপ্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন, শিশু সাংবাদিক ও বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট বিএনসিপি সিরাজগঞ্জ প্রদেশের শিক্ষা মন্ত্রী এলিজা পারভীন আলো

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, শিশু বার্তার বিজয় ও বিজয় ও বর্ষপূর্তি সংখ্যার মোড়ক উন্মোচন করা হয় শিশু সংগঠনের নেতৃবৃন্দ শিশু বার্তার প্রতিষ্ঠা বার্ষিকীতে শূভেচ্ছা বক্তব্য প্রদান অরেনঅতিথিবৃন্দ দিকনির্দেশনা মূলক আলোচনা ও  উৎসাহ প্রদান করেন এবং কেক কর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি  হয়

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ হাবিবে মিল্লাত ভিডিও কনফারেন্সে শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ্এসময় তিনি আলোকিত বাংলাদেশ গঠনে শিশু বার্তার এই উদ্যোগর তিনি প্রসংশা করেন তিনি বলেন, শিশু ওদও যেমন প্রয়োজন আছে লেখাপড়া, তেমনই প্রয়োজন আছে মানসিক উন্নয়নের শিশু বার্তার চলমানর কর্মকান্ড শিশুদের মানসিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে আগামীতে শিশুদের উদ্যোগ গুলোতে পাশে থাকার কথা জানান তিনি

সভাপতির বক্তব্যে শিশু বার্তার সম্পাদক দ্বীন মোহাম্মাদ সাব্বির বলেন, সকল শিশুর পশে থেকে সুন্দর ও আলোকিত বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে দিগন্তের দিশারী হয়ে লক্ষ নিশানার দিকে এগিয়ে চলছি অবিরাম আমরা সর্বদা শিশুদের অধিকার ও সচেতনার বিষয়ে বেশ গুরুত্ব দিয়ে আসছি চলার ২বছর পূর্ণ হলো আজ আজ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এর সাথে জড়ির যাবতীয় কলাকৌশলীদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সেইসাথে আলোকিত বাংলাদেশ বিনির্মাণের লক্ষে, আলোর পথে এই দীর্ঘ পদযাত্রায় সকলের সহযোগিতা ও ভালোবাসার প্রত্যাশা করছি

এ সময় বাংলাদেশ ন্যাশনাল চাইল্ড পার্লামেন্ট বিএনসিপি ও ন্যাশনাল চিল্ডেন’স টাস্ক ফোরস এন সিটীএফ এর মত শিশু  শিশু কিশোর সংগঠনের নেতৃবৃন্দ ও সুশিল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন শিশু বার্তা পাঠক ফোরাম

উল্লেখ্য, ২০১৮ সালের এই দিনে দ্বীন মোহাম্মাদ সাব্বির এর সম্পাদনায় দেশের বিভিন্ন অঞ্চলের শিশুদের বলা, না বলা কথাগুলো তুলে ধরতে আতœপ্রকাশ পায় শিশু বার্তা নামের অনলাইন ভিত্তিক বাংলা সংবাদ মাধ্যমটি শিশুরা যে কথাগুলো বলতে চেয়েও বলতে পারে না সে কথা গুলোই “শিশু বার্তা’র মাধ্যমে মানুষের মাঝে তুলে ধরতে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে সংবাদ মাধ্যমটি