স্টাফ রিপোর্টার:
ন্যাশনাল চিলড্রেন’স টাষ্ক ফোর্স (এনসিটিএফ) সিরাজগঞ্জ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) দৈনিক কলম সৈনিক মিডিয়া সেন্টারে দিনব্যাপী দুইধাপে পৃথকভাবে বার্ষিক সাধারণ সভা ও দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
আয়োজনের প্রথম পর্বে ন্যাশনাল চিল্ড্রেন’স টাস্ক ফোর্স সিরাজগঞ্জ জেলা শাখার সদ্য বিদায়ী সভাপতি দ্বীন মোহাম্মাদ সাব্বিরের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম মনোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন সিরাজগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, জেলা শিশু বন্ধব প্লাটফর্ম এর অন্যতম সদস্য সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা কমিটির সবাপতি ও দৈনিক দোলনচাঁপা পত্রিকার সম্পাদক ফজল-এ-খোদা লিটন।দৈনিক কলম সৈনিক পত্রিকার সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ। ইয়ুথ ফর সাসটেইনএবিলিটি (ইয়েস) বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি শামিম আহমেদ জীবন, এনসিটিএফ সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. রিফাত খান।
এনসিটিএফ সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি দ্বীন মোহাম্মাদ সাব্বিরের সভাপতিত্বে আমন্ত্রীত এনসিটিএফ এর স্কুল ও শিশু সুরক্ষা কমিটি এবং জেলার সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী বছরের কর্মপরিকল্পনা প্রনয়ন করা হয়। এতে আগামী এক বছরে জেলার শিশুদের কল্যানে নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়।এসময় সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যদের শিশু অধিকার বাস্তবায়ন ও শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের স্বিকৃতী স্বরূপ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সাধারন সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসময় আসাদুজ্জামান নাদিম সভাপতি ,প্রিয়াঙ্কা ভদ্র সহ-সভাপতি, আবু বক্কর সিদ্দিক কাব্য সাধারন সম্পাদক, আনিসার শেখ যুগ্ম সাধারণ সম্পাদক, তানিয়া ইসলাম সাংগঠনিক সম্পাদক, মোছা. রুমি খাতুন, চাইল্ড পারলামেন্ট মেম্বার (মেয়ে), সাকিবুল ইসলাম সাকিব, চাইল্ড পারলামেন্ট মেম্বার (ছেলে), মো. রাকিবুল ইসলাম শিশু গবেষক (ছেলে), জামিলা সরকার শিশু গবেষক (মেয়ে), সাকলাইন শিহাব শিশু সাংবাদিক (ছেলে), মোছা. কাজল খাতুন শিশু সাংবাদিক (মেয়ে) নির্বাচিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন (এনসিটিএফ) সিরাজগঞ্জ এর উপদেষ্টা সসদ্য আনিন রহমান, দিপংকর ভদ্র দীপ্ত জেলার কমিটির সদ্য বিদায়ী সহ-সভপতি সুমাইয়া জামান কথা, সাধারন সম্পাদক মোঃ রিফাত খান, যুগ্ম সাধারন সম্পাদক খাদেমুল ইসলাম লিমন, সাংঠনিক সম্পাদক নিবির সাহা, শিশু সাংবাদিক (মেয়ে) শিশু গবেষক (ছেলে) নাজমুল হাসান অনিক, শিশু সংসদ সদস্য (ছেলে) ঋতুল মন্ডল স্নিগ্ধ, শিশু সংসদ সদস্য (মেয়ে) দেবী দাস।
অনুষ্টানের সার্বিক সহযোগিতা করেন এনসিটিএফ সিরাজগঞ্জ জেলা ভলেন্টিয়ার সুমাইয়া জাহান মিতু, মোঃ নইমুল হাসান।
আপনার মতামত লিখুন :