সাকলাইন শিহাব,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের পৌর এলাকার একডালা পশ্চিমপাড়া বটতলা গ্রামের মোঃ ফাহিম (৫)এর চিকিৎসার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন মা ফাতেমা খাতুন। সব শিশুর মত ফাহিম একটু অস্বাভাবিক হয়ে জন্ম গ্রহণ করে।জন্ম থেকে মাথার পিছনে দেখা যায় টিউমার।যা ফাহিমের বয়সের সাথে সাথে বড় হচ্ছে।এতে শরীরের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিচ্ছে বলে জানান তার মা ফাতেমা খাতুন।ফাহিম কথা বলতে পারে না।পারে না দাঁড়িয়ে থাকতে।পুরো শরীরে নেই কোন শক্তি।
ছোট্ট ফাহিমকে নিয়েই বাবা আলমগীরের চিন্তার শেষ নেই।বাবা আলমগীর হোসেন পেশায় রিক্সাচালক।নিজের কোনো ঘরবাড়ি নেই।ঘরে নেই কোন পুঁজি।থাকছেন অন্যের ঘরে।যতটুকু অর্থ ছিলো একমাত্র ছেলের চিকিৎসার জন্য বিলিয়েছেন আলমগীর হোসেন।কিন্তু তবুও সুস্থ্য হয়ে ওঠেনি ফাহিম।ছেলের অসুস্থতা ও সংসারের টানাটানিতে দিশেহারা ফাহিমের হতদরিদ্র পরিবার।
জানা যায়,ফাহিমের বয়স যখন ৩ বছর।চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে সেখানে প্রায় ৭০/৮০ হাজার টাকা খরচ হয়।এই টাকা জোগার করতে হিমশিম খেতে হয়েছে হতদরিদ্র এই পরিবারটিকে।চিকিৎসা করে কোনো ফলাফল না মেলার কারনে অপারেশনের পরামর্শ দেন চিকিৎসক।কিন্তু টাকার অভাবে অপারেশন করাতে পারেনি ফাহিমের পরিবার।
ফাহিমের পরিবার জানিয়েছেন, অপারেশনের জন্য প্রায় লক্ষাধিক টাকা দরকার, যা তার পরিবারের পক্ষ্য জোগার করা অসম্ভব ।তাই অসুস্থ ছেলে ফাহিম ও দিশেহারা নিয়েই ফিরে আসেন বাড়িতে।বাড়িতেও বিভিন্ন রকম চিকিৎসার চেষ্টা করেন তারা,তবুও মেলেনি কোন ফলাফল।
মা ফাতেমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন ,আমি আমার ছেলেকে বাঁচাতে চাই।চিকিৎসা করে আমার ছেলেকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে চাই।কিন্তু অর্থ পুঁজি কিছু না থাকায় সম্ভব হচ্ছে না।বর্তমানে করোনা মহামারীসহ বিভিন্ন সমস্যা নিয়ে দিন পার করছেন হতদরিদ্র পরিবারটি।ফাহিমের সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা আমাদের সম্ভব না, তাই সরকার ও বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করছেন এই হতদরিদ্র পরিবারটি।
সহযোগিতায় প্রয়োজনে প্রতিবেদককে দেওয়া বিকাশ নাম্বর: ০১৭৭৭২৫৭৮৭১
আপনার মতামত লিখুন :