টাঙ্গাইলে মায়ের লাশের পাশে মিললো দুই শিশুর লাশ,শিশুদের বাবা পলাতক


টাঙ্গাইল সংবাদদাতা প্রকাশের সময় : ০৬/০৫/২০২৩, ১০:১৯ PM
টাঙ্গাইলে মায়ের লাশের পাশে মিললো দুই শিশুর লাশ,শিশুদের বাবা পলাতক

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় একটি ঘর থেকে মা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।তবে ঘটনার পর থেকেই পলাতক আছেন শিশুদের বাবা শাহেদ।

শনিবার(৬ মে)সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রাম থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- গ্রামের শাহেদ আলীর (৪২) স্ত্রী মনিরা বেগম (৩৫) এবং তাদের দুই ছেলে মুশফিক (৫) ও মাশরাফি (২)।

শাহেদের বাবা ফজলুর রহমান একসময় দেউলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। শাহেদ তেমন কিছু করেন না বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহমিনা হক জানান, সন্ধ্যার দিকে লোকজন ঘরের দরজা ভেঙে তিনজনের লাশ দেখতে পায়। মায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল আর পাশের বিছানায় দুই ছেলের মরদেহ ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, “শাহেদ পলাতক রয়েছে। তাকে খুঁজে পেলে এবং মরদেহ তিনটির ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”