টাংগাইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিল বাইচ


Admin প্রকাশের সময় : ১০/১১/২০২০, ১১:২৩ PM
টাংগাইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিল বাইচ

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাংগাইল:

বাংলাদেশের আবহমান জীববৈচিত্র্যের সরল-সৌন্দর্য ফুটে উঠে গ্রাম বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতির মাধ্যমে। তারই অন্যতম প্রতিফলন ঘটে ঐতিহ্যেবাহী মাছ ধরা উৎসব তথা বিল বাইচ এর মাধ্যমে। এরই অংশ হিসেবে প্রতিবছরের ন্যায় এবছরের শীতের শুরুতে মংগলবার (১০ নভেম্বর) টাংগাইল সদর উপজেলার ৭ নং দাইন্যা ইউনিয়নের বড় বিল নামে পরিচিত বিলে অনুষ্ঠিত হয় গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য “বিল বাইচ”।

বিল বাইচের কয়েকদিন আগে থেকে আশেপাশের গ্রামের মানুষকে জানান দিয়ে নির্দিষ্ট করে ঘটা করে পালিত হয় দিনটি।

বিল বাইচের দিনে ভোর বেলা থেকে গ্রামের মানুষেরা তাদের মাছ ধরার উপকরণ নিয়ে বিলের সামনে অপেক্ষমান থাকে।সূর্য মাথার উপর উঠতে শুরু করলে গ্রামের মানুষেরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে মাছ ধরতে শুরু করে তাদের রেওয়াজ হিসেবে।আর এভাবেই বেশ কয়েক ঘন্টা মাছ ধরার উৎসবের মাধ্যমে মুখরিত থাকে পুরো গ্রামের মানুষ। এ ছাড়া মাছ ধরা উৎসব কে কেন্দ্র করে শহর থেকে মানুষ আসে মাছ ধরতে।

এ বিষয়ে জিজ্ঞেস করলে শহর থেকে আগত সৌখিন মাছ শিকারীর জানান,মাছ ধরা উৎসব  গ্রামীন আবহমান ঐতিহ্যের সরলতা যথার্থ ভাবে বহিঃপ্রকাশ পায়।আর এ ভাবে মাছ ধরার উৎসব দেখে গ্রাম বাংলায় কাটানো ছেলেবেলা দিন গুলোর কথা মনে পরে যায়।