সিরাজগঞ্জে তিন দিনব্যপি ফল মেলা অনুষ্ঠিত


Admin প্রকাশের সময় : ১৮/০৬/২০২২, ১১:৪৫ PM
সিরাজগঞ্জে তিন দিনব্যপি ফল মেলা অনুষ্ঠিত

মো: আসাদুজ্জামান নাদিম, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সারাদেশে ন্যায় মৌসুমি ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০ টায় তিন দিনব্যাপি জেলা ফল মেলা- ২০২২ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। বিভিন্ন উপজেলা থেকে মোট ১৮ টি স্টল  মেলায় অংশগ্রহণ করেছিল।

এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, মানবদেহে পুষ্টি চাহিদা মেটানোর জন্য ভিটামিন ও খনিজ পদার্থের সহজ লভ্য ও প্রাকৃতিক উৎস হলো-ফল। তাই সবাইকে পরিমান মত ফরমালিনমুক্ত ভালো ফল খেতে হবে তাহলেই শরীর স্বাস্থ্য ভালো থাকবে । বাংলাদেশ ফলের উৎপাদন বাড়ছে। বাংলাদেশ জাতীয় ফল কাঠাল উৎপাদনে দ্বিতীয়, আম সপ্তম, পেয়ারায় অষ্টম। এদেশ বর্তমানে হরেক রকম ফল চাষের জন্য উপযোগী হয়ে উঠেছে। তাই আমাদের খাদ্যশস্য আবাদের পাশাপাশি শাকসবজি ও ফলমূল চাষকে গুরুত্ব দিতে হবে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, সিরাজগঞ্জে উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর এর সভাপতিত্বে মেলায় স্বাগত বক্তব্যে রাখেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রোস্তম আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ।

উদ্ভোদন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন, রাজনীতিবিদ বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসা
ন হাবিব শহীদ সরকার, ভাইসচেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা । 

সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ অ্যামেলিয়া জান্নাত, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাব্বির আহমেদ সিফাত, মোছাঃ মিশু আকতার সহ অন্যান্য কৃষি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ ফল স্টলের মালিকগণ ও নার্সারির পরিচালকগণ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।