জুম ওয়েবিনারে এনসিটিএফ সিরাজগঞ্জের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০২০ উদযাপন


Admin প্রকাশের সময় : ১১/১০/২০২০, ৭:১৬ PM
জুম ওয়েবিনারে এনসিটিএফ সিরাজগঞ্জের আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০২০ উদযাপন

শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ:“আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১১অক্টোবর) বিকাল ০৪টায় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন-২০২০ উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কর্ফোস (এনসিটিএফ),সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক জুম ওয়েবিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়উক্ত সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কর্ফোস (এনসিটিএফ),সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সভাপতি দ্বীন মোহাম্মাদ সাব্বির

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মো: আনিসুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,বেলকুচি,সিরাজগঞ্জএছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন জনাব মোস্তফা কামাল,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,সিরাজগঞ্জজনাব ফাহিমা আল আশরাফ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সিরাজগঞ্জ সদর,সিরাজগঞ্জ জনাব ফেরদৌস হাসান,স্টাফ রির্পোটার এটিএন বাংলা ও এটিএন নিউজ, সাধারণ সম্পাদক,সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম জনাব দীপংকর ভদ্র্র দীপ্ত,নির্বাহী সম্পাদক,শিশু বিষয়ক সংবাদ পত্রিকা শিশু বার্তা

প্রধান অতিথির বক্তব্যে জনাব মো: আনিসুর রহমান বলেন,মেয়েদের বাল্য বিয়ে বন্ধ করতে হবে, নিরাপত্তা ও শিক্ষা নিশ্চিত করতে হবে ।তিনি বলেন “মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনার মেয়ের হাতে ৩টি সনদ (এসএসসি,এইচএসসি,ডিগ্রী অথবা অনার্স) তুলে দেওয়ার ব্যবস্থা করুনমেয়েদের শিক্ষিত করতে পারলে দেশ এগিয়ে যাবে। কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে, সমাজ থেকে ইভটিজিংসহ মেয়েদের ওপর সকল প্র্রকার সহিংসতা বন্ধ করতে হবে৷ আগে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তারপর বাল্য বিয়ে বন্ধ করতে হবেএসকল কর্মকান্ড বাস্তবায়ন করলে বঙ্গবন্ধুর উন্নত সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব”

সভায় শিশু সাংবাদিক প্রিয়াঙ্কা ভদ্র বলেন, “যুগ বদলে গেলেও আমরা নারীরা এখনও বৈষম্যের সম্মুখীন”

ঋতুল মন্ডল স্নিগ্ধ বলেন, “বর্তমানে কন্যা শিশু এবং নারীরা সামাজিক নিরাপত্তায় ভুগছে”

দীপংকর ভদ্র দীপ্ত বলেন, “সর্বক্ষেত্রে কন্যাশিশুদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে”

এ সময় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কর্ফোস (এনসিটিএফ),সিরাজগঞ্জ এর মধ্যে উপস্থিত ছিলেন মো: রিফাত খান (সাধারণ সম্পাদক),খাদেমুল ইসলাম লিমন(যুগ্ম-সাধারণ সম্পাদক),নিবির সাহা(সাংগাঠনিক সম্পাদক),নাজমুল হাসান অনিক (শিশু গবেষক),প্রিয়াঙ্কা ভদ্র (শিশু সাংবাদিক),ঋতুল মন্ডল স্নিগ্ধ (চাইল্ড পার্লামেন্ট মেম্বার),দেবী দাস (চাইল্ড পার্লামেন্ট মেম্বার)এছাড়াওউপস্থিত ছিলেন এনসিটিএফ,সিরাজগঞ্জ-এর জেলা ভলান্টিয়ার মো:নইমুল হাসান এবং জেলা ভলান্টিয়ার ফারজানা মিতু