চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে আপন বোন। সোমবার বিকেলে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের দায়চারা চান্দের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকার কাউসার হোসেন পাটোয়ারীর ২ কন্যা শিশু- নূরজাহান (৬) ও নূহা (৪) দুপুরের দিকে নিখোঁজ হয়। বিকেলে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মরদেহ ভেসে উঠে। পরে স্বজন ও এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোজাম্মেল হোসেন জানান, নুরজাহান ও নুহা পানির পরার পরপরই মারা যায়।
শিশুদের বাবা কাউসার হোসেন পাটোয়ারী জানান, তার স্ত্রী নাজমা বেগম সন্তান সম্ভবা। তাই তাকে নিয়ে তিনিসহ সবাই ব্যস্ত। আর এমন পরিস্থিতিতে সবার চোখ ফাঁকি দিয়ে তার দুই মেয়ে পুকুরের পানিতে নেমে পড়ে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, পরিবারের আবেদন ২ শিশুর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করার। তবে উর্ধতন কর্মকর্তাদের নির্দেশের পেলে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হবে।
চাঁদপুর/ডিএমএস
আপনার মতামত লিখুন :