শিশু বার্তা প্রতিনিধি,ভোলা:গ্লোবাল ক্লাইমেট অ্যাকশন উইক-২০২০ উপলক্ষে আয়োজিত জলবায়ু পরিবর্তনের উপর অনলাইনে “অলিম্পিয়াড অন ক্লাইমেট” এর ফাইনাল রাউন্ড শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।তরুন ও শিশুদেরকে জলবায়ু পরিবর্তন বিষয়ক কার্যক্রমে উদ্বুদ্ধ করতে গত ২২ সেপ্টেম্বর থেকে ছোট পরিসরে এই অনলাইন অলিম্পিয়াড এর আয়োজন করে এলসিএফসি বাংলাদেশ ও ইয়ুথনেট। বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০ জন শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করে।
গত শনিবার (০৩ অক্টোবর) ফাইনাল রাউন্ড শেষে রাত ৯ টায় লিটল সিটিজেন্স ফর ক্লাইমেট বাংলাদেশ টিমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রতিযোগিদের নিয়ে একটি ফেসবুক লাইভ আয়োজন করা হয়।এলসিএফসি বরিশাল টিমের সদস্য তাহিনা জাহানের সঞ্চালনায় লাইভে অতিথি হিসেবে যুক্ত থেকে টপ টেন উইনারের নাম ঘোষনা করেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর সমন্বয়কারী সোহানুর রহমান।
টপ টেন উইনাররা হলেন- ময়মনসিংহ জিলা স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী মুঈদ ফারদিন আলভী, চরফ্যাশন সরকারি টি.বি. মডেল মাধমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির মালিহা বিনতে সাজ্জাদ, কক্সাবাজার সরকারি কলেজের হিসামুল হক, আবদুল মজিদ আপন, সনৎ কৃষ্ণ ঢালী, আবদুল্লাহ আল শাহী, তাজবীর জিহাদ সৈকত, সাবিয়া আক্তার মীম, ফারজানা আক্তার ও তোহিদুল কবির রাফি।
আপনার মতামত লিখুন :