কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাতিঘর আদর্শ পাঠাগার


টাঙ্গাইল সংবাদদাতা প্রকাশের সময় : ০৫/০৮/২০২৩, ৪:০০ PM
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাতিঘর আদর্শ পাঠাগার

টাঙ্গাইল সদর উপজেলার বাতিঘর আদর্শ পাঠাগার এর উদ্যোগে এসএসসি-২০২৩ পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চৌরাকররা, চৌধুরী মালঞ্চ, বমনপাড়া ও আয়নাপুর গ্রামের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

বাতিঘর আদর্শ পাঠাগারের উপদেষ্টা হাজী কোরবান আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গজারিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসের আলীম আল রাজী। আরো উপস্থিত ছিলেন বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি হাজী মো. শাহজাহান, সহ-সভাপতি শুকুর মাহমুদ, সদস্য রেজাউল ইসলাম, সুমন খান, সুমন চৌধুরী, মেহেদী মাহিম সহ স্থানীয় ব্যক্তিবর্গ।
সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারের সদস্য মো. হাবিবুর রহমান। সকাল ১০.৩০ টায় পবিত্র কুরআন থেকে তিলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যের পরে কৃতী শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানোসহ মূল্যবান বই উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পক্ষে তানভীর জয় তার অনুভূতি ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন অণু-পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।