ওয়েবিনারে জাতীয় কন্যা শিশু দিবস পালিত


Admin প্রকাশের সময় : ০২/১০/২০২০, ১১:৩৫ PM
ওয়েবিনারে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এই স্লোগানকে সামনে নিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উৎযাপন উপলক্ষে, ইয়ুথ প্লাটফর্ম ফর ট্রান্সফর্মিং ম্যাসকিউনিলিটিস এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় গুগল মিট ওয়েবিনারে উক্ত সংগঠনের যুব প্রতিনিধি ও শিশু ও নারী অধিকার প্লাটফর্ম সংশ্লিষ্ট ব্যাক্তিদের উপস্থিতিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম (এনজিসিএএফ) এর সাধারণ সম্পাদক গার্লস রাইটস অ্যাক্টিভিস্ট নাসিমা আক্তার জলি আরও উপস্থিত ছিলেন এনগেজ মেন অ্যান্ড বয়েজ নেটওয়ার্ক (ই.এম.বি) বাংলাদেশ এর ন্যাশনাল কান্ট্রি কো অরডিনেটর উম্মে সালমা এনগেজ মেন অ্যান্ড বয়েজ নেটওয়ার্ক (ই.এম.বি) স্টিয়ারিং কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাব্বির হাসান উপস্থিত ছিলেন বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের নির্বাহী প্রধান সোহানুর রহমান সহ ইয়ুথ প্লাটফর্ম ফর ট্রান্সফর্মিং ম্যাসকিউনিলিটিস এর যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৤

জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম (এনজিসিএএফ) এর সাধারণ সম্পাদক নাসিমা আক্তার জলি বলেন, বর্তমানে বাংলাদেশে ৪৫% শিশু এবং তাদের মধ্যে ৪৮% মেয়েএকটি মেয়ে শিশু কেবল ভবিষ্যতের মা নয়, একটি দেশের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ সম্পদ যতক্ষণ না মেয়েরা ছেলেদের চেয়ে কম মূল্যবান হিসাবে বিবেচিত হচ্ছে ততক্ষণ বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন সম্ভব হবে না

এসময় বক্তারা বলেন, ”ঘর থেকে শুরু করে সব জায়গায় মেয়েদের পোশাক, চলাফেরা, আচরনবিধিসহ প্রায় সবকিছুতেই মেয়েদর দোষ দেওয়া হয় বাড়ি থেকে শুধু মেয়েটাকেই শেখানো হয় ছেলেদেরকে বাড়ি থেকে বুঝানো হয়না না শেখানো হয়না৤ শুধু প্রাতিষ্ঠানিক পর্যায়েই নয়, পাবলিক স্পেসেও যৌন হয়রাণির বিরুদ্ধে ব্যবস্থা থাকা দরকারএকটি প্রয়োজনীয় ও সমন্বিত আইন একান্ত দরকার বাল্যবিবাহসহ সব নির্যাতন বন্ধ করতে তৃণমূল থেকে কাজ করতে হবে৤ পৃথিবীতে আমাদের অগ্রযাত্রা টিকিয়ে রাখতে হলে নারীদেরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, অবদমন করা যাবেনা।”