সিরাজগঞ্জের বেলকুচিতে অর্ধগলিত এক নবজাতকের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় বেলকুচির পৌর এলাকার সুবর্ণসাড়া মহাশ্মশান এর নিকটস্থ ডোবা থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, নবজাকের লাশটি সূবর্ণসাড়া মহাশ্মশানের পাশে ডোবার পানিতে ভাসতে দেখে থানায় দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার খাইরুল বাশার জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে। এর কোনো ওয়ারিশ বা অভিযোগ না থাকায় লাশটি দাফন করা হবে।
সিরাজগঞ্জ/ডিএমএস
আপনার মতামত লিখুন :