পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে একমাত্র শিশু সন্তানকে বিষপান করিয়ে নিজেও আত্মহত্যার পথ বেছে নিয়েছেন গৃহবধূ রোজিনা বেগম।
মৃত রোজিনা বেগম (৩৫) ভাণ্ডাারিয়া উপজেলার গোলবুনিয়া গ্রামের ইজিবাইকচালক রুবেল হাওলাদারের স্ত্রী ও তাদের একমাত্র সন্তান ফয়সাল হোসেন(০৭)। ফয়সাল গোলবুনিয়া নেছারিয়া দাখিল মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইজিবাইকচালক রুবেলের সঙ্গে বুধবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এতে গৃহবধূ রোজিনা ক্ষুব্ধ হন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে অসুস্থ মা ও শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।
সন্ধ্যায় ছেলে ফয়সাল শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরে। এরপর মা রোজীনা বেগম দোকান থেকে দুধ কিনে আনেন, তার সঙ্গে বিষ মিশিয়ে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে দুধ পান করান। এরপর নিজেও বিষ পান করেন। বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ছেলে চিৎকার দিলে প্রতিবেশিরা এসে অসুস্থ্য অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে পাশের উপজেলার মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাকিবুর রহমান জানান, শিশুটিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। গৃহবধূ রোজীনা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সবেক ইউপি সদস্য মো. মতিয়ার রহমান জানান, গৃহবধূ রোজীনা বেগমকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
ভাণ্ডাারিয়া থানার ওসি আশিকুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কি কারণে মা ও ছেলে আত্মহত্যা করেছে- তা তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :