ভোলার দৌলতখান উপজেলায় পুকুরের পানি থেকে ওসমান নামে দুই(২) বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওসমান ওই ওয়ার্ডের আজাদ হোসেনের ছেলে।
শিশুটির(ওসমানের) দাদা জয়নাল আবেদিন জানায়, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে ওসমান পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কোথাও তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন পুকুরের পানিতে নেমে খুঁজতে থাকেন। এক সময় শিশুটির বাবার পায়ের সাথে ধাক্কা লেগে ওসমানের মরদেহ ভেসে ওঠে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন দাস জানিয়েছেন, এ ঘটনা কেউ পুলিশকে অবহিত করেনি।
আপনার মতামত লিখুন :