মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে স্কুলছাত্রীর মৃত্যু


শিশু বার্তা প্রতিবেদক: প্রকাশের সময় : ১৪/০৮/২০২৩, ১:৫৯ AM
মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে স্কুলছাত্রীর মৃত্যু

বাগেরহাটের শরণখোলায় মোটরসাইকেল থেকে পড়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ আগস্ট) সকালে শরণখোলায় উপজেলায় সাউথখালী ইউনয়িনের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেল থেকে পড়ে তাবাসসুম আক্তার অধরা (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়।

নিহত তাবাসসুম আক্তার (১৩) সাউথখালী ইউনয়িনের খুড়িয়াখালী গ্রামের আব্বাস গাজীর মেয়ে। সে সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন।

ঘটনা সূত্রে জানা যায়,প্রতিদিনের মতো স্কুল থেকে মেয়ে কে নিয়ে বাসায় ফিরছিলেন তাবাসসুমের বাবা।পথিমধ্যে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পায় তাবাসসুম।এসময় আহত তাবাসসুমকে নিকটবর্তী শরণখোলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাকে খুলনা মেডিক্যালে পাঠানো হয়।খুলনা মেডিক্যালে বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ও তাবাসসুমের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ বলেন, তাবাসসুমকে প্রতিদিনের মতো তার বাবা মোটরসাইকেলে বিদ্যালয়ে দিয়ে যেতেন। আজও তাকে নিয়ে আসার পথে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলে থেকে পড়ে গিয়ে তাবাসসুম মাথায় প্রচণ্ড আঘাত পায়। তাবাসসুমকে প্রথমে নিকটবর্তী শরণখোলা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে তাকে খুলনা মেডিক্যালে পাঠানো হয়।

এ বিষয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ।