৪ বছরের শিশু ধর্ষণ : অভিযুক্ত খালুকে গ্রেপ্তার করেছে র‍্যাব


শিশু বার্তা প্রতিবেদক: প্রকাশের সময় : ১৯/০৮/২০২৩, ১২:১৭ PM
৪ বছরের শিশু ধর্ষণ : অভিযুক্ত খালুকে গ্রেপ্তার করেছে র‍্যাব

চাঁপাইনবাবগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের মূল আসামি ভিকটিমের আপন খালু কাউসারকে গ্রেপ্তার করেছে (র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) র‍্যাব ৫ ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে ঢাকার বাড্ডা থানা এলাকা থেকে র‍্যাব-৫ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার।

গ্রেপ্তারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার চৌপুকুরিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে মোহাম্মদ কাউসার আলী (৩৯)।

এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে র‍্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার জানান, চলতি মাসের ১২ আগাস্ট রাত ১টার দিকে নিজের শয়ন কক্ষে ৪ বছরের শিশুর মুখ চেপে ধর্ষণ করে আপন খালু কাউসার। পরে তার শারীরিক অবস্থা খারাপ হলে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করলে চাঞ্চল্যকর ৪ বছরের শিশু ধর্ষনের প্রধান এবং একমাত্র আসামি কাউসারকে ঢাকা বাড্ডা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে জেল হাযতে পাঠানো হয়। প্রতিটি পরিবারের উচিত তাদের সন্তানদের প্রতি যত্নশীল ও নজরদারি বাড়ানোর আহ্বান জানায় র‌্যাব।