টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় সহপাঠিদের সঙ্গে ডোবার পানিতে গোসলে নেমে আরমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশু আরমান উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।
শুক্রবার ২৫ আগস্ট দুপুরে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আরমান তার সহপাঠিদের সঙ্গে বাড়ির পাশে ডোবার পানিতে গোসলে যায়। গোসল শেষে সহপাঠিরা চলে আসলেও সে বাড়ি ফিরেনি। পরে পরিবারের লোকজন খোাঁজাখুঁজি পরে বেলা সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।
বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সহপাঠিদের সাথে ডোবায় গোসলে নেমে পানিতে ডুবে আরমান নামে ওই শিশুর মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :