বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে নবজাতক চুরি সময় ১ মহিলাকে হাতেনাতে আটক করেছে পুলিশ।আটককৃত মহিলার নাম ফাতেমাতুজ জহুরা (২৮) সে বগুড়া শহরের চকফরিদ এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায় যে, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯ টায় ওই নবজাতক জন্মগ্রহণ করে । কিন্তু রবিবার (২৭ সেপ্টেম্বর) ওই নবজাতকের মায়ের শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। স্থানান্তরের সময় আইসিইউ এর ওয়েটিং রুমে নবজাতককে একা ফেলে নবজাতকের মাকে নিয়ে আইসিইউ তে যায় পরিবারের লোকজন। এই সময় নবজাতকের পাশে কেউ না থাকার সুযোগে ফাতেমাতুজ জহুরা (২৮) নামে ওই মহিলা বাচ্চাটিকে কোলে তুলে নিয়ে পালানোর সময় তার আচরণ সন্দেহজনক হওয়াতে মহিলাকে আটক করে পুলিশকে খবর দেয় হাসপাতালে লোকজন পরে পুলিশ এসে আটক করে নবজাতক চুরি করা ফাতেমাতুজ জহুরা (২৮) নামের সেই মহিলাকে।
নবজাতক চুরি হওয়ার বিষয়টি জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন আটককৃত ওই মহিলার বিরুদ্ধে সদর থানায় মানব পাচার আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :