বাগেরহাটে কিশোর-কিশোরী ফোরামের গঠন সভা অনুষ্ঠিত


Admin প্রকাশের সময় : ২৪/০৯/২০২০, ৫:০২ PM
বাগেরহাটে কিশোর-কিশোরী ফোরামের গঠন সভা অনুষ্ঠিত

শিশু বার্তা প্রতিনিধি,বাগেরহাট :

বাগেরহাটে কিশোর-কিশোরী ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়েছে৤ বৃহষ্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাগেরহাটের ধানসিঁড়ি প্রশিক্ষণ কেন্দ্রে কিশোর-কিশোরীদের সমন্বয়ে মানসম্মত পুষ্টি সেবা প্রদানের জন্য সরকার, বেসরকারী খাত ও নাগরিক সমাজের পাশাপাশি কিশোর-কিশোরীদের সম্পৃক্তকরণ এবং তাদের সক্ষমতা বৃদ্ধিতে জেলা পর্যায়ে কিশোর-কিশোরী ফোরাম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাফিজ আল-আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বাগেরহাট অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনা হেনা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর,বাগেরহাট শেখ আসাদুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাগেরহাট রিজিয়া পারভিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাগেরহাট অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হোসনেয়ারা বেগম, পুষ্টি সমন্বয়কারী,কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, বাগেরহাট খালেদা হোসেন মুন, প্রকল্প সমন্বয়কারী এবং ত্রিদ্বীপ বিশ্বাস, মনিটরিং অফিসার, ক্রেইন, রূপান্তর, বাগেরহাট অনুষ্ঠানটি পরিচালনা করেন শরিফুল বাসার, জেলা সিএসও মোবিলাইজার

প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জনাব মোঃ হাফিজ আল-আসাদ বলেন, আমাদের দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ হলো কিশোর-কিশোরী তাদেরকে সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে সম্পৃক্ত করা জরুরী তাদের মাধমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব কিশোর-কিশোরীরাই বর্তমান সমাজে চেঞ্জমেকার হিসেবে কাজ করবে

ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প-(ক্রেইন) এর আওতায় বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ অনুষ্ঠানটির আয়োজন করেছে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের নেতৃত্বে এবং ওয়াটার এইড-এর কারিগরী সহায়তায়, বাগেরহাটের কচুয়া, মোংলা, মোল্লাহাট ও শরণখোলা উপজেলায় রূপান্তর ও জেজেএস পুষ্টি উন্নয়নে প্রকল্পের অন্যান্য সকল কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে