বেলকুচিতে নবম শ্রেনীর স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ


Admin প্রকাশের সময় : ২০/০৯/২০২০, ১১:২৫ PM
বেলকুচিতে নবম শ্রেনীর স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

শিশু বার্তা প্রতিনিধি,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর শেখপাড়া গ্রামে করোনা আতংকের মাঝে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ করেন বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান

ভ্রাম্যমাণ আদালত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর শেখপাড়া গ্রামে নবম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার আয়োজন চলছিলএমন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালত সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কনের বাড়ীতে উপস্থিত হনতখন কনের বাড়ীতে দৌলতপুর গ্রামের নবম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের ফ্রিজ মিস্ত্রী (২৫) এর বিয়ের আয়োজন চলছিল কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে দেয়

এ বিষয়ে বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে কনের পিতাকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন এবং কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন

এ সময় আরও উপস্থিত ছিলেন দৌলতপুর ইউ.পি সদস্য মোঃ আলতাফ হোসেন, পেশকার মোঃ হাফিজ উদ্দিন,বেলকুচি থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ