টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নামপরিচয় জানাতে পারেনি পুলিশ।
তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আনালিয়াবাড়ী এলাকা পার হচ্ছিলো। এ সময় ট্রেনটির নিচে কাটা পড়ে শিশুসহ তিনজন মারা যায়।তিনি জানান,তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।
আপনার মতামত লিখুন :