নিজস্ব প্রতিবেদক:
রিয়া নামের এক অটিস্টিক কিশোরী প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার ইচ্ছা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দেয়া। ভিডিও বার্তার প্রেক্ষিতে কিশোরীটির ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রী রায়া নামের ওই কিশোরীর সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলেন।যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল তার ফেসবুক আইডি(https://www.facebook.com/apu.ukil) থেকে প্রধানমন্ত্রীর কথা বলার বিষয়টি জানিয়েছেন।
অধ্যাপিকা অপু উকিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের জীবনকে জনগণের জন্য উৎসর্গ করে দিয়ে প্রতিটি মুহূর্ত এদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে চান ইচ্ছা পূরণ করতে চান। একটি কিশোরী মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবার আগ্রহ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলো। মানবিক প্রধানমন্ত্রী সে কথা জানতে পেরে পরম স্নেহে কিশোরীটির সঙ্গে ভিডিও কল করে শত ব্যস্ততার মধ্যেও কথা বলেছেন। তাঁর মমতার আঁচল বিছিয়ে আছে সমগ্র দেশ জুড়ে।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার জানান, ‘অটিজম ম্যানেজমেন্ট সেন্টার’ নামে অটিজম সম্পর্কিত একটি ফেইসবুক গ্রুপে রায়া নামের একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তার শিক্ষিকা হাসিনা হাফিজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার ভালোবাসা উল্লেখ করে তার সঙ্গে কথা বলার স্বপ্ন জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন।(জাগো নিউজ)
এরপরই শিশুটির ভালোবাসায় সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেল ৫টার রায়ার সঙ্গে ভিডিওকলে যুক্ত হয়ে তার খোঁজ-খবর নেন। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী।
আপনার মতামত লিখুন :