টাঙ্গাইল শহরের নতুন বাস স্ট্যন্ড এলাকার মানবসেবা হাসপাতালে ভুল চিকিৎসায় এক গৃহবধূর জরায়ু কেটে ফেলায় মৃত্যুতে কর্তব্যরত চিকিৎসকের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসুচি পালন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
আজ শনিবার(৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নিহত গৃহবধুর লাশ নিয়ে মানববন্ধন করে এলাকাবাসী। এসময় তারা মানবসেবা হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডা: খন্দকার মনিরার শাস্তির দাবি জানান।
এর আগে গত বৃহস্পতিবার সকালে গৃহবধূ সাবিনাকে সিজার করার জন্য শহরের নতুন বাবস্ট্যান্ড এলাকায় মানবসেবা হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে ডাঃ খন্দকার মনিরা গৃহবধূর সিজার করার সময় ভুল করে জরায়ু কেটে ফেলেন। বিষয়টি স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে এ্যাম্বুলেন্স ভাড়া করে দ্রুত ঢাকা পাঠানোর ব্যবস্থা করে স্বজনদের চলে যেতে বলেন। রাতে ঢাকায় নেওয়ার পর স্বজনরা জানতে পারেন সাবিনার জরায়ু কেটে ফেলা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে শুক্রবার বিকেলে ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ খন্দকার মনিরার শাস্তির দাবিতে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে হাসপাতালটি ঘেরাও করে।
এসময় হাসপাতালের স্টাফদের সাথে বিক্ষোভকারীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যায় ভুক্তভোগীরা। আজ মৃত্যুর খবর এলে লাশ নিয়ে এসে বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :