টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এ নবীন বরণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত (অধ্যক্ষ) আব্দুল বাসেত মিঞার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিসা আক্তার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা প্রমুখ।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :